Sun, 17 Feb, 2019
 
logo
 

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. রতন মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রতন জামালপুরের আফজাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুর ইসলাম জানান, সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক গাড়ি চাপায় ঘটনাস্থলে রতনের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই রফিকুর।

সর্বশেষ সংবাদ শিরোনাম