Tue, 18 Dec, 2018
 
logo
 

শনিবার আ'লা হযরত সুন্নি কনফারেন্স আসছেন সুফী মিজানুর রহমান

লাইভ নারায়ণগঞ্জ: চতুর্দশ শতাব্দির মুজাদ্দেদ আলা হযরত শাহ ইমাম আহমদ রেযা (রহ) এর শততম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামী ১৩ই অক্টোবর শনিবার বিকাল তিনটা থেকে বন্দর কবরস্থান রোডস্থ জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসা ময়দানে আ'লা হযরত সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি লেবাননের প্রফেসর আ'লে রাসুল ডঃ শায়খ জামাল সাক্বার আল-হোসাইনী।পবিত্র কোরআন তিলাওয়াত করবেন মিসর থেকে আগত বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী শেখ ডঃ আহমদ নাঈন।আয়োজক কমিটি জানান,আলা হযরত ইমাম রেযা আহমদ ছিলেন হিজরী  চতুর্দশ শতাব্দির মুজাদ্দেদ বা দ্বীন সংস্কারক।তিনি বিভিন্ন বিষয়ে দেড় হাজারেরও অধিক কিতাব রচনা করেছেন।বর্তমানে বিশ্বের প্রায় শ'খানেক বিশ্ববিদ্যালয়ে তার উপর এমফিল ও পিএইচডি গবেষনা চলছে।এ বছর তার ওফাত শতবর্ষে পদার্পন করল।সেকারনে এবছর ওনার ওফাত বার্ষিকী স্মরনীয় করে রাখতে বিদেশী মেহমানসহ দেশের গুনীজনদের এই কনফারেন্সে দাওয়াত করা হয়েছে।মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সকলকে উক্ত কনফারেন্সে আমন্ত্রন জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম