Sun, 17 Feb, 2019
 
logo
 

৪৮ বছর পর ৭০‘র ব্যাচের মিলনমেলা

লাইভ নারায়ণগঞ্জ: বন্ধুত্ব হলো আত্মার বন্ধন এই শ্লেগানকে সামনে রেখে ৪৮ বছর পর মিলিত হয়েছিলেন বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ইং ব্যাচের বন্ধুরা।
বন্দরে অনুষ্ঠিত এই পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলন, বাসুদেব চক্রবর্তি, সিদ্দিকুর রহমান, অরুন শংকর সাহা, সাবেক কমিশনার মোসলেউদ্দিন, শওকত হোসেন, আবদুর রশীদ, মঞ্জুর মোরশেদ, হাসান সামছুজ্জামান, নুর মোহাম্মদ, মনির হোসেন, জিএম মাসুদ, গোলাম হোসেন প্রধাণ, আবদুল গফুর, সৈয়দ রহিম শেখ, বাদশা মিয়া, নাসিরউল্লাহ, এস এম এ মাসুদ, কাজী নাছির, দিল মোহাম্মদ পাঠান, মজিবুর রহমান, শাহাবুদ্দিন আহাম্মেদ, জিল্লুর রহমান, কাজী মোঃ মহসিন, জগৎ বন্ধু সাহা, মোজাম্মেল হক, কাজী ইসরাফিল, আহসানউল্লাহ, আশরাফ খান, এবিএম মাইদুল ইসলাম প্রমুখ।
 
দীর্ঘ ৪৮ বছর পর স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে মিলনমেলা প্রসঙ্গে সাবেক ব্যাংকার আশরাফউদ্দিন খান বলেন, দীর্ঘ ৪৮ বছর পর বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আমরা খুব উৎফুল্ল। এই মিলনমেলা আমাদের বন্ধুত্বকে আরও অটুঁট করবে। অনেকের সাথে দেখা হয়েছে। স্কুল জীবনের স্মৃতিচারনের মধ্যদিয়ে কেটে গেছে একটি স্মরণীয় দিন।

সর্বশেষ সংবাদ শিরোনাম