Fri, 14 Dec, 2018
 
logo
 

রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় উচ্চ আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের দন্ড প্রত্যাহারের দাবিতে বিক্ষাভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সমর্থিত নেতাকর্মীরা বুধবার দুপুরে  উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় এ কর্মসূচি পালন করেন।এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম ফারুক খোকন, দেলোয়ার হোসেন, গোলজার হোসেন, নাসিম আহমেদ, রমিজউদ্দিন, মফিকুল ইসলাম খান,আফজাল কবির, শামীম ভূইয়া, শামীম আহমেদ, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, শওকত ওসমানসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী।
 
স্থানীয় নের্তৃবৃন্দ বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার জন্যই সরকার তড়িঘড়ি করে এ রায় ঘোষণা করেছে। এই রায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

সর্বশেষ সংবাদ শিরোনাম