Sun, 17 Feb, 2019
 
logo
 

শাইরা গার্ডেন বন্ধের দাবী জানিয়েছে মদনপুর এলাকাবাসী

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মধুকুঞ্জ খ্যাত মদনপুর শাইরা গার্ডেন বন্ধের দাবী জানিয়েছে মদনপুর এলাকাবাসী। যেন মিনি পতিতালয়।
বিনোদনের নাম করে অসামাজিক কার্যকলাপ অব্যহত রেখে শাইরা গার্ডেনটি গড়ে ঊঠায় মদনপুর এলাকার শতশত নারী-পুরুষ ধীরে ধীরে বিপথগামী হচ্ছে এমনটাই অভিমত মদনপুর এলাকাকাসীর। এলাকাবাসী জানান,বন্দরে বড় বড় অপরাধের কর্মকান্ড এ শাইরা গার্ডেনের ভিতর থেকেই পরিকল্পনা করা হয়। বিভিন্ন জেলা থেকে বড় বড় মাদকের চালান এ গার্ডেনেই এসে থাকে। এ গার্ডেনের কটেজ থেকেই বন্দরের বিভিন্ন স্থানে খুচরা পাইকারের মাধ্যমে মাদকদ্রব্য ডেলিভারী হয়ে থাকে। এ এলাকাসহ আশপাশের এলাকা থেকে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী এ গার্ডেনে এসে কটেজ ভাড়া নিয়ে নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে গার্ডেন কর্তৃপক্ষ যুগল প্রতি হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। নেপথ্যে সকল প্রকার কলকাঠি নাড়ছেন মদনপুর এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এই অবস্থা চলতে থাকলে বন্দরের আইন-শৃঙ্খলা বিঘœসহ ভবিষ্যতে বড় রকমের অনাকাক্ষিত ঘটতে পারে। প্রশাসনের অদক্ষতাই প্রধান কারন বলে মনে করছেন তারা। কেননা,প্রশাসনের নখ দর্পনে থাকা সত্বেও এ গার্ডেনে এসব অনৈতিক কর্মকান্ড ঘটলেও তারা নিরব ভূমিকা পালন করছে। সাংসদ সেলিম ওসমান ভবিষ্যত প্রজন্ম নিয়ে যে স্বপ্ন দেখছেন তা নস্যাত করতে বন্দরে একটি শাইরা গার্ডেনই যথেষ্ট। ভবিষ্যত প্রজন্মকে আলোকিত পথ দেখাতে যতদ্রুত সম্ভব এই আন্দির পাড় থেকে এ বেহায়াপনামুলক শাইরা গার্ডেন বন্ধের দাবী মদনপুরবাসীর।

সর্বশেষ সংবাদ শিরোনাম