Wed, 20 Feb, 2019
 
logo
 

২ দালালসহ ৩ ভাসমান পতিতাকে আটক করে পুলিশে সোর্পদ

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয় জনতা ২ দালালসহ ৩ ভাসমান  পতিতাকে আটক করে বন্দর থানা পুলিশ সোর্পদ করেছে।
শনিবার বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জস্থ বাগবাড়ীস্থ মাহাবুবের বাড়ি থেকে এলাকাবাসীর সহতায় তাদেরকে আটক করা হয়।আটকৃত নারী দালালরা হলো, নবীগঞ্জ এলাকার মৃত বাসেদ মিয়ার ছেলে মাহবুব (৩৮) ও মদনপুর এলাকার জসিম মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত আবুল হোসেন মিয়ার ছেলে অপর দালাল মাসুম ওরফে ফারুক (৩৪)।আটককৃত পতিতারা হলো ঢাকা যাত্রাবাড়ি থানার ধূলাই খাল এলাকার কাশেম মিয়ার মেয়ে লতা (২২) ঢাকা যাত্রা বাড়ি এলাকার আলামিন মিয়ার স্ত্রী জিয়াসমিন (২৩) ও বন্দর একরামপুর পৌরসভা এলাকার মনির হোসেন মিয়ার ছেলে রতন (২২)। 
 এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত ২ দালাল ও ৩ পতিতা বন্দর থানা হাজতে আটক আছে বলে থানার ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম