Fri, 14 Dec, 2018
 
logo
 

বন্দরে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বন্দরে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি। বুধবার দুপুরে মাদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত সুমন বন্দর সোনাচড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মাদক ব্যবসায়ী সুমন ইয়াবা,ফেন্সিডিল,মদসহ বিভিন্ন মাদক দ্রব্য পুলিশ চোখ ফাকি দিয়ে রমরমা ব্যবসা করছিল। তার নামে বন্দর থানায় একাধিক মামলাও রয়েছে। গতমঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামগড় পুলিশ ফাঁড়ি সোনাচরা এলাকায় মাদক অভিযান চালায়। মাদকাভিযান চলাকালে চিহিৃত মাদক ব্যবসায়ী সুমনের কাছ থেকে মাদক ফেরি করে বিক্রিকালে ১’শপিছ ইয়াবাসহ আটক করা হয়। 
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা এন্ট্রি করা হয়েছে।  ধৃতকে বৃহস্পতিবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
 
 
 
 

সর্বশেষ সংবাদ শিরোনাম