Tue, 18 Dec, 2018
 
logo
 

সিটি করপোরেশনের দালালদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বন্দরের এনসিসি ২৪ ও ২৫ নং ওয়ার্ডের ভুক্তভোগী শতাধিক জনগণ গতকাল বৃহস্পতিবার দুপুরে এনসিসির কতিপয় দালালদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে। জনগণের পক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাজী মোঃ আলী।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৪ ও ২৫ নং ওয়ার্ডের মধ্য দিয়ে কবি নজরুল ইসলাম সড়কের নির্মাণ কাজ করার জন্য কিছু দালালের সহযোগিতায় রাস্তার দু’পাশের মালিকানা বাড়ি অবৈধ ভাবে জোর পূর্বক ভেঙ্গে দেয়। এনসিসি এ সড়কটি নির্মাণের আগে ড্রেন নির্মাণ করে। এ ড্রেনের ভিতর দিয়ে সম্পুর্ণ ঝুঁকিপূর্ণ ভাবে ৩৩ হাজার কেভি বিদ্যুত সঞ্চালন লাইন নেয় সোহাগপুর টেক্সটাইল মিল। যা এলাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিনত হয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, এনসিসি মেয়রকে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি জনস্বার্থে। কিন্তু মেয়র আইভী জনস্বার্থ না দেখে রহস্যজনক ভাবে ২টি শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন। সোহাগপুর টেক্সটাইলের চিহিৃত দালাল কাইল্যাসাহা, চিনি মনির, ফয়েজ, সোহেল মোল্লা, নব্য দালাল মোতালেব ও শহিদুল্লাহ মাস্টার। তারা এলাকাবাসীকে হুমকি দিয়ে বেড়াচ্ছে নির্মিত ড্রেনের মধ্যে কাউকে পয়ঃনিস্কাশন পাইপ, পানি ও গ্যাস সংযোগ নিতে দেবে না। এদিকে অপরিকল্পিত ভাবে ড্রেনের মধ্যদিয়ে বৈদ্যতিক ক্যাবল নেয়ার ফলে ড্রেনের পানি ও ময়লা অপসারণ হতে বিঘœ সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, এ ড্রেনে পানি বা গ্যাস সংযোগ নিতে এলাকাবাসী চরম ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা ব্যাস্টনী ছাড়া ড্রেন দিয়ে বৈদ্যতিক ক্যাবল নেয়ার ফলে যে কোন সময় এলাকাবাসীর মধ্যে ভয়াবহ দুর্ঘটনার ঝুকি আতংক বিরাজ করছে। এলাকাবাসী এ সমস্যার সমাধান চেয়ে মেয়রসহ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, শাহজালাল, মজনু মিয়া, আঃ আলীসহ শতাধিক এলাকাবাসী।

 

সর্বশেষ সংবাদ শিরোনাম