Wed, 20 Feb, 2019
 
logo
 

বন্দরে যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : বন্দরে ৩’শ৪৭ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার রাতে নারায়নগঞ্জ ডিবি ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয় ।

ধৃতরা হলেন,নারায়নগঞ্জ সোনারগাঁ থানার হারুনুর রশিদের ছেলে রায়হানুর রহমান, নবীগঞ্জ এলাকার মৃত আঃ মোতালেব মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম,চিতাশাল এলাকার সুরুজ মিয়ার ছেলে সুজন মিয়া ও উত্তর লক্ষনখোলা এলাকার ফুলচান মিয়ার ছেলে মোঃ সালাহউদ্দিন।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করা হয়েছে। যার নং ৪৩(৯)১৮,৪৪(৯)১৮,,৪৫(৯)১৮ ও ৪৬(৯)১৮ইং ।

জানা গেছে,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)ও বন্দর থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে নারায়নগঞ্জ ডিবি পুলিশের এসআই ওসমানের নেতৃত্বে মদনগঞ্জ পুলিশ বক্সের সামনে থেকে রায়হানকে ২’শ পিছ ইয়াবাসহ রায়হানকে গ্রেফতার করে।

অপরদিকে বন্দর থানা এএস আই ইলিয়াস খান টাইগারের নেতৃত্বে নবিগঞ্জ এলাকা হতে জাহাঙ্গীরকে ১শ পিস ও এএসআই জালালের নেতৃত্বে সুজনকে ২৭পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

একই রাতে পিএসআই আবু হানিফের নেতৃত্বে সালাউদ্দিনকে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ধৃতদের বুধবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম