Sun, 17 Feb, 2019
 
logo
 

সদর থানায় পুলিশ সুপার 'কে কার লোক, বিবেচনায় নি‌বেন না'


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অপরাধী যে দলেরই হোক না কেন, সন্ত্রাস ও মাদকের ব্যপারে কোনো রকম ছাড় না দেয়ার নির্দেশনা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি সদর মডেল থানা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। এসময় নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. কামরুল ইসলামসহ কর্মরত অন্যরা।

এছাড়াও পুলিশ সুপার আনিসুর রহমান সদর মডেল থানা পুলিশের উদ্দেশ্যে বলেছেন, কে কোন দল করে, কে কার লোক অপরাধীদের ক্ষেত্রে এই বিবেচনা না করে তাকে অপরাধীর দৃষ্টিতে দেখবেন এবং কোনো অপরাধীকেই কোনো প্রকার ছাড় দেয়া হবে না। বিশেষ করে সন্ত্রাসী, মাদকব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন।

এসময় সদর মডেল থনার স্টাফ কোয়ার্টার পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি জানান, পুরনো স্টাফ কোয়ার্টার ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। এবং আধুনিকভাবেই এ ভবন নির্মাণ করা হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম