Sun, 17 Feb, 2019
 
logo
 

সেফটি টাংকির গ্যাস বিস্ফোরণে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সেফটি টাংকির গ্যাস বিস্ফোরণে ৪ জন আহত হয়েছে। এতে ২ টি ভবনের ব্যাপক ক্ষতি হয়।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বন্দর উপজেলার একরামপুর আরসিম এলাকায় আকিজ সিমেন্ট কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সেফটি টাংকির গ্যাস বিস্ফোরণে আহত ৪

আহতরা হচ্ছে আলম(৩০), বাদল (১৯), জসিম(৪৫), ফারুক(২০)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সারে ১০ টায় আকিজ ফ্লাওয়ার মিলের গেটের বিপরীতে রফিকুল ইসলাম ও আব্দুল হামিদের ৩য় তলা ভবনের নীচ তলার সেফটি ট্যাংকির বিস্ফোরন ঘটে। বিস্ফোরনে ভবন মালিকের ফার্মেসীর দোকানের ফ্লোর ৪ ফুট উপরে উঠে যায়। পাশের ভবনের ২ টি দোকানের ফ্রিজসহ সকল মালামাল লন্ড ভন্ড হয়ে যায়। এ সময় দোকানে আসা ৪ জন আহত হয়।

সেফটি টাংকির গ্যাস বিস্ফোরণে আহত ৪

এলাকাবাসী জানান, ভবন দুইটি মাত্র ২ বছর ধরে নির্মান করা হয়। সেফটি ট্যাংকির গেইটও খোলা ছিল। ২ বছরপূর্বে ড্রেন নির্মানের সময় এখানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরন হয়েছিল। এবারও হয়তো তাই হয়েছে। বিরেস্ফারনে ভবন দুইটি সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম