Sun, 17 Feb, 2019
 
logo
 

আড়াইহাজারে ইয়াবা উদ্ধার, আটক ১

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : আড়াইহাজারে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মুকুল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের কদমদী এলাকার মৃত সামছুদ্দিনের ছেলে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক বলেন, ধৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল মর্মে পুলিশের কাছে তথ্য ছিল।

সর্বশেষ সংবাদ শিরোনাম