Tue, 11 Dec, 2018
 
logo
 

বন্দরে অসুস্থ্য বৃদ্ধ খোরশেদ আলম নিখোঁজ

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অসুস্থ্য বৃদ্ধ খোরশেদ আলম(৮০) নিখোঁজ হয়েছেন। ১৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় নামাজের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর সে আর বাড়ী ফিরেনি।

নিখোঁজ বৃদ্ধ খোরশেদ আলম চিরাইপারা বারপারা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে সোমবার দুপুরে নিখোজ বৃদ্ধার নাতনী সাম্মি আক্তার শিমু বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ৭৫৮।

জানা গেছে, বন্দর ধামগর ইউনিয়নস্থ চিরাইপারা বারপারা এলাকার খোরশেদ আলম নামে ৮০ বছরের এক বৃদ্ধ গত রবিবার দুপুরে নামাজ পড়ান উদ্দেশ্যে বের হয়ে আর নিজগৃহে ফিরে আসে নাই। তিনি শ্বাসকষ্ট ও বিভিন্ন স্টোকজনিত রোগে ভূগছিলেন। ২৪ ঘন্টা অতিক্রমের পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজের স্বজনেরা আতিœয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খুঁজাখুঁজি করেও কোন হদিস না পাওয়ায় গত সোমবার দুপুরে তার নাতনী বন্দর থানায় একটি জিডি এন্ট্রি করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম