Wed, 20 Feb, 2019
 
logo
 

প্রধান অতিথি বিএনপির মুকুল, বন্দর আ.লীগে ক্ষোভ


স্টাফ করসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: লাইস্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতাকে প্রধাণ অতিথি করা নিয়ে ক্ষোভের ঝড় বইছে স্থানীয় আওয়ামীলীগে। সোমবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে প্রধাণ অতিথি করা হয়।

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
আওয়ামলীগ নেতা-কর্মীরা জানায়, ছবিসহ ভোটার আইডি কার্ড বর্তমান আওয়ামীলীগ সরকারের অন্যতম বড় সাফল্য। বিএনপি-জামায়াত সরকার জনগনের ভোটের অধিকার ছিনিয়ে নেয়ায় দীর্ঘ আন্দোলনের পর জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হয় ছবিসহ ভোটার আউডি কার্ড প্রবর্তন করে। সেই জাতীয় পরিচয়পত্রের আধুনিক রুপ হচ্ছে স্মার্টকার্ড। সারাদেশের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে স্মার্টকার্ড বিতরণ চলছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সেই স্মার্ট কার্ড বিতরণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে র্স্মাট কার্ড বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করেন বন্দর থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানে আওয়ামীলীগের কোন নেতাকে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। বন্দর থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক শহিদুল হাসান মৃধা বলেন, ২২নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণে প্রধাণ অতিথি বিএনপি নেতা! সাবাশ! এছাড়া আরও অনেকেই তীব্র সমালোচনা করে বলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন করে স্মার্টকার্ড এসেছে তাদের দিয়ে বিতরণ করে দলীয় সাফল্যকে অপমানিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম