Mon, 18 Feb, 2019
 
logo
 

সাধারণ পাঠাগারের আলোচনায় থাকবেন চন্দন শীল ও শাহ্ নিজাম

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৪ সেপ্টেম্বর সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত হবে উন্নয়ন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সদর উপজেলার তল্লা রোডে অবস্থিত পাঠাগারটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাধারণ পাঠাগারের সভাপতি জাহিদ হোসেন লাভলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জমশের আলী (ঝন্টু), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি মো. শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু ও যুবলীগ নেতা জানে আলাম বিপ্লব।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রনি’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লেখা হয়, শিল্প ও বন্দর নগরী নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতি ও জনকল্যাণমূলক সংগঠন সাধারণ পাঠাগার’র উন্নয়ন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম