Wed, 23 Jan, 2019
 
logo
 

আরো ৬ হাটের অনুমোদন দিলো এনসিসি


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পূর্ববর্তী ৩ দিনের জন্য আরো ৬ হাটের ইজারা প্রদান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকাল ৩টায় নগর ভবনে হাটগুলোর দরপত্র খোলা হয়। এর আগে গত ৩০ জুলাই ১২টি হাটের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
দ্বিতীয় দাপের অনুমোদন প্রাপ্ত হাটগুলোর মধ্যে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড ফুলহন আনোয়ার সাহেবের বালুর মাঠ, ২৩ নং ওয়াডে কদমরসূল পূর্ব পাড়ায় হাজী কমরউদ্দিন রোড সংলগ্ন গালি জায়গা, ৯নং ওয়ার্ডের জালকুড়ি টিসি রোড কমিউনিটি সেন্টারের পাশ্বের শেখ মজিবুর রহমান ও গোলজার হোসেনের খালি জায়গা, ৫ নং ওয়ার্ডে ওমরপুরা সিদ্ধিরগঞ্জ বাজার রোর্ডেও পার্শে¦ জালাল উদ্দিন আহম্মেদ’র খালি জায়গা।
পাশাপাশি ৩ নং ওয়ার্ডে সানার পাড় সিথি গামের্ন্টস মৌলভী মৌলভী মো. ফজলুল রহমানের খালি জায়গা এবং আটি গ্রামস্থিত কুমিল্লা ডাং এর দক্ষিণ পশ্চিম কোনে অবস্থিত বাবুল সাহেবের ইট ভাটার অব্যবহৃত খালি ভুমি।

সর্বশেষ সংবাদ শিরোনাম