Tue, 22 Jan, 2019
 
logo
 

ফতুল্লায় আ.লীগ নেতা রফিকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও কাঙ্গালিভোজলাইভ নারায়ণগঞ্জ: বৃহত্তর ফতুল্লা ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দিনব্যাপি কোরআন খতম ও কাঙ্গালী ভোজের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।


ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পৃষ্ঠপোষকতায় ফতুল্লা রেল স্টেশন বঙ্গবন্ধু চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বাদ মাগরিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহাম্মেদ লিটন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-বৃহত্তর ফতুল্লা ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ছাদেকুল ইসলাম, স্থানীয় অওয়ামী লীগ নেতা হাজী মোবারক হোসেন, নরুল ইসলাম নুরু, বৃহত্তর ফতুল্লা ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এসএম আমান উল্লাহ, ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মিন্টু পাল ও ফরহাদ হোসেন প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম