Wed, 23 Jan, 2019
 
logo
 

শোক দিবসে সোনারগাঁ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী পালন


সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার সোনারগাঁ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে।

কর্মসূচীর মধ্যে ছিল মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, গণভোজ।
সোনারগাঁ উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম রুহুল আমিন রিমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম, অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদ আলম (পিপিএম), মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান প্রমুখ।
এসময় চিত্রাংকন, কবিতা আবৃত্তি, হামদ-নাথ, রচনা প্রতিযোগীতা সহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলামের নেতৃত্বে একটি র‌্যালী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সর্বশেষ সংবাদ শিরোনাম