Wed, 23 Jan, 2019
 
logo
 

আইন কলেজে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন


লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ আইন কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক সভা, মিলাদ, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধাবার সকালে নারায়ণগঞ্জ আইন কলেজ প্রঙ্গনে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড. সাখাওয়াত হোসেন খান, প্রভাষক রবিউল আমিন রনি, আইন কলেজের ভিপি এম. এম হাসান, জিএস মোঃ আমজাদ হোসেন, এজিএস শাহাদাৎসহ ছাত্র-ছাত্রী সংসদের জাহিদুল, ফারুক, ইকবাল, প্রশান্ত, সেজান, শরিফুউদ্দিন, সাদ্দাম, রুহুল, হসান, বিপ্লব, হিমেল, শান্ত, শুভ, মেহেদি, মুশফিক, রবিন, টিটু, তন্নি, জাহানারা, মনিরা, লিজা, জুমা, সুমা, ইতি, সাথী, বীথি, তুলসি, শাহানাজ প্রমূখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম