Wed, 23 Jan, 2019
 
logo
 

না.গঞ্জ কলেজে পালিত হলো শোক দিবস


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ।

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গন থেকে র‌্যালি বের করেন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এরপর র‌্যালিটি চাষাড়া চত্তরে অবস্থিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা।

স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার মধ্য দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ কলেজের শিক্ষাক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য রোভার স্কাউটের সদস্য।

সর্বশেষ সংবাদ শিরোনাম