Sat, 16 Feb, 2019
 
logo
 

মাদক সেবীরাই আগামীতে মাদক ব্যবসায়ী হবে: অতি:পুলিশ সুপার

 

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আপনাদের শত অভিযোগ ও অসন্তুষ্টতা মেনে নিয়ে বলছি, বাংলাদেশে কোন সরকারি সংস্থা আছে, যেখানে নিজেদের দোষক্রুটি জানতে চায় জনগণের কাছে? কোন সংস্থাই বা আছে ২৪ ঘন্টা কাজ করেন? সেটা কেবল সম্ভব বাংলাদেশ পুলিশের ক্ষেত্রেই।

ওপেন হাউজ ডে (উন্মুক্ত দিবস) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

শনিবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয।

সদর মডেল থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কমিউনিটি পুলিশ মহানগর কমিটির সভাপতি মো. সোলেমান, কমিউনিটি পুলিশ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম (প্রশাসন) আরো বলেন, মাদক থেকে কেউ মুক্ত নয়। অনেকেই বলে মাদকের সঙ্গে পুলিশ জড়িত। আমরা অস্বীকার করছি না। পুলিশও মাদক থেকে মুক্ত নয়। আমাদের এক এএসআই আনিস, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেলে আছে। অনেক পুলিশ সদস্য রয়েছে যারা মাদক আসক্ত। ২/৪ মাস তাদের সুযোগ দেয়া হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি আমরা। অনেকে বলেন, আমরা মাদক সেবীদের আটক করি, মাদক ব্যবসায়ীদের নয়। এটা সত্য নয়। যারা আজ মাদক সেবন করছে তারাই আগামীতে ব্যবসায়ী হবে। মাদক সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন, পরিদর্শক (কমিউনিটি এন্ড ইন্টিলিজেন্ট) সাজ্জাদ রুমন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, ১৩, ১৪ ,১৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম