Wed, 20 Feb, 2019
 
logo
 

রূপগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালিত

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দাউদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, মেজর (অবঃ) মশিহুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল বাশার টুকু, সাংগঠনিক স্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুল আজজি, নারায়ণগঞ্জ জলো পরষিদরে সদস্য মজিানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরি অপু প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম