Wed, 19 Dec, 2018
 
logo
 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ ইং উপলক্ষে বন্দরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলা প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তায় প্রদক্ষিনের পর উপজেলা এসে শেষ হয়। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার পিন্টু বেপারী নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হোসেন এমরান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নূরুল আমিন, বন্দর প্রেসক্লাবের সদস্য জি.এম. সুমন, মেহেদী হাসান রিপনসহ বন্দর উপজেলার প্রান্তিক মৎস্য চাষী বৃন্দ।

 

র‌্যালী শেষে বেলা ১২টায় বন্দর উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বন্দরে প্রান্তিক মৎস্য চাষীদের সম্মান দেখিয়ে বলেন, আপনাদের জন্য আমাদের এই বাংলাদেশ মৎস্য আহরনে ৩য় দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম