Mon, 17 Dec, 2018
 
logo
 

প্রবীর ঘোষ হত্যা: পিন্টু দেবনাথ ও বাপনের ফের ৫ দিনের রিমান্ড

লাইভ নারায়ণগঞ্জ: প্রবীর ঘোষ হত্যার মূল ঘাতক পিন্টু দেবনাথ ও তার সহযোগী বাপনকে ফের ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত। এর আগে ১০ দিনের রিমান্ড চেয়ে ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (১৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হয়। আদালত শুনানী শেষে এ নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রবীর হত্যাকান্ডের তদন্ত কর্মকর্তা এস আই মফিজুল ইসলাম।

এর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের খাস কামড়ায় প্রবীর ঘোষ হত্যাকান্ডের মূল আসামী পিন্টু দেবনাথের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানে সে প্রবীর ঘোষকে একা হত্যা করে ৭ টুকরা করার ঘটনা স্বীকার করেন। এরপর আরো তদন্তের জন্য পিন্টুর কর্মচারী ও প্রবীর হত্যাকান্ডে তার অন্যতম সহযোগী বাপেন ভৌমিককে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম