Wed, 19 Dec, 2018
 
logo
 

নগরীতে ভ্রাম্যমান আদালত: ১১ টি মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নেই পরিবহনের ফিটনেস, নেই চালকের ড্রাইভিং লাইন্সেসও। কেউ কেউ করছে যেখানে-সেখানে গাড়ি পার্কিং। তারপরেও চষে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এতে সৃষ্টি হচ্ছে নগরীর জুড়ে যানজন, জনগণের সইতে হচ্ছে ভোগান্তীও।

এবার মানুষের সেই দূর্ভোগ লাগবে মাঠে নেমেছে প্রশাসন। মঙ্গলবার (১৭ জুলাই) নগরীর চাষাঢ়ায় লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির চালকদের বিভিন্ন অপরাধে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

ম্যাজিস্ট্রেট‘র সহকারী শাহাদাত হোসেন জানান, চাষাঢ়াতে মটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর আওতায় লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ির চালকদেরকে ১৩২, ১৩৬, ১৩৮ এবং ১৫২ ধারায় বিভিন্ন অপরাধে জরিমান আদায় করা হয়। যৌথভাবে মোবাইল কোর্টটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাবেরী রায়।

 

অভিযানে মামলা করা হয় ১১ টি পরিবহনের বিরুদ্ধে এসময় মোট জরিমানা করা হয় ৯৪০০ টাকা।

সর্বশেষ সংবাদ শিরোনাম