Mon, 17 Dec, 2018
 
logo
 

চ্যাম্পিয়ন হলো শ্রীনিবাসদী ও আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট/১৮ এর দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ জুলাই) বিকাল ৩ টায় আড়াইহাজার শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে শ্রীনিবাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে বিশনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এবং অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে ১৩নং কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ঐ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা সুরাইয়া খাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা আক্তার,সোহাগ ভট্টাচার্য,আলী আকবর,আবিদ হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন,আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মবিনুল হক, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারাধন চন্দ্র দে, আঃ মান্নান সরকার,জাহাঙ্গীর আলম,মাহাবুব,নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম