Mon, 17 Dec, 2018
 
logo
 

আবারো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি না.গঞ্জের মঈনুল হক


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দ্বিতীয় বারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক। এছাড়া ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরুস্কার গ্রহন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহমেদ।

রোববার (১৫ জুলাই) ঢাকা রেঞ্জ অফিসে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের এ সম্মাননা পত্র ও ক্রেষ্ট প্রদান করছেন ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, পিপিএম।

এ সময় রেঞ্জ অফিসের ঊর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসমঙ্গ, গত ২৩ এপ্রিল ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের মঈনুল হক। সেই সময় ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সম্মাননা পত্র ও ক্রেষ্ট তার হাতে তুলে দিয়ে ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম