Sat, 16 Feb, 2019
 
logo
 

মদনগঞ্জ সিটি কর্পোরেশনের কবরস্থানের দেয়াল নির্মাণ শুরু

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মদনগঞ্জ সিটি কর্পোরেশনের কবরস্থানের বাউন্ডারী দেয়াল ও মেইন গেইট নির্মান এবং ফুটপাত টাইলস ধারা সুন্দরর্য র্বধন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর এ কাজের শুভ উদ্ধোধন করেন। কবরস্থানের বাউন্ডারী দেয়াল নির্মান কাজের শুভ উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রতিনিধি আলহাজ্ব আবু সুফিয়ান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, মদনগঞ্জ মধ্যপাড়া তিন তলা জামে মসজিদের সভাপতি জসিম উদ্দিন খান, লক্ষারচর দক্ষিনপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক সামছুদ্দিন, লক্ষারচর উত্তরপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক আশাবুদ্দিন সরকার, শান্তিনগর জামে মসজিদের সভাপতি হাজী কফিল উদ্দিন, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ী জামে মসজিদের অর্থ সম্পাদক নুরু মিয়া, ইসলামপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজী হাবিব সরদার প্রমুখ।

 

ওই সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আজিজুল হক, ইয়াকুব আলী, মোঃ আশ্রাফ, হাজী পিয়ার আলী, সিরাজুল ইসলাম, রহিছ উদ্দিন রতন, বেনজির আহাম্মেদ বাদল, তোফাজ্জল আলম, সাহাবুদ্দিন মোল্লা, আলী নওশাদ তুষার, হাজী মানিক মাহামুদ, মোঃ সোহেল, চঞ্চল, আসাদ, তুহিন, আমির মোল্লা, জামান, সুমন, ইয়া আলম ও শাহেদ আলী ও মুসলিমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ শিরোনাম