Sat, 16 Feb, 2019
 
logo
 

জাহাংগীর আলম ছিলেন একজন ঈমানদার রাজনীতিবিদ: খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: বৃহস্পতিবার (১২ জুলাই) বাদ আছর সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও তিনবারের নির্বাচিত কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা সদ্য প্রয়াত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব জাহাংগীর আলমের কবর জেয়ারত করেন।

কবর জেয়ারত ও মোনাজাত শেষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কাঊন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন বলেন,আলহাজ্ব জাহাংগীর আলম বর্তমান রাজনীতির হাজারো সুবিধাবাদীর মধ্যে একজন ঈমানদার ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন।তার নিপুন সাংগঠনিক ক্ষমতায় গঠিত মহানগর যুবদল আজ জেলার শ্রেষ্ঠতম রাজনৈতিক সংগঠন।তিনি ছিলেন সাহসের বাতিঘর।

সর্বশেষ সংবাদ শিরোনাম