Sat, 16 Feb, 2019
 
logo
 

এলজিইডিতে কর্মচারী ঐক্য পরিষদের কর্মবিরতি

লাইভ নারায়ণগঞ্জ: চাকরি স্থায়ীত্বকরণ, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও শূন্যপদে আউটসোর্সিং নিয়োগ বন্ধের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি করেছে নারায়ণগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) কর্মচারীর। 

বুধবার (১১ জুলাই) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করে এলজিইডির কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা। এসময় এলজিইডি ভবনের সামনে তাদের দাবি তুলে ধরে মানববন্ধনও হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ, সহ-সভাপতি মাসুদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, উপদেষ্টা ইউসুফ মোল্লা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত। এলজিইডির একদল কর্মকর্তা সরকারকে বিপদে ফেলতেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রাখাসহ তাদের নিয়মিত না করেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে।

দ্রুত সব দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ সংবাদ শিরোনাম