Sat, 16 Feb, 2019
 
logo
 

মৃত প্রবীর ঘোষ ও নদীতে ডুবে নিহতদের প্রতি সেলিম ওসমানের সমবেদনা

লাইভ নারায়ণগঞ্জ: নৃশংস হত্যাকান্ডের শিকার কালিরবাজারের স্বর্ণব্যবসায়ী প্রবীর ঘোষ ও শীতলক্ষ্যা নদীতে ডুবে চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে নিহতদের পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।


চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত সংসদ সদস্য সেলিম ওসমান অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হওয়া সংবাদের মাধ্যমে উক্ত ঘটনা গুলো সম্পর্কে অবহিত হয়েছেন। সেলিম ওসমান গত কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ্য বোধ করছিলেন। সোমবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়ে যান।
শোকবার্তায় তিনি উক্ত ঘটনা গুলো অত্যন্ত দু:খজনক বলে উল্লেখ করেন। সেই সাথে তিনি আল্লাহ্র কাছে দোয়া প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যেন নিহতদের বেহেস্ত নসিব করেন। পাশাপাশি নিহদের পরিবারের সদস্যদের স্বজন হারানোর শোক সইবার শক্তি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম