Wed, 20 Feb, 2019
 
logo
 

না.গঞ্জ থেকে বেড়াতে গিয়েছিলো তারা...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন দুই তরুণ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া সৈকতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিখোঁজ দুজনের নাম ইমন ও রাজ। তাদের বয়স আনুমানিক ১৭ বছর। তারা নারায়ণগঞ্জ থেকে বেড়াতে গিয়েছিলেন সীতাকুণ্ডে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা ওয়াসী আজাদ বলেন, “তারা নয় বন্ধু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চট্টগ্রামে বেড়াতে এসেছিলেন।

“বিকালে বাঁশবাড়িয়া সৈকতে তারা গোসল করতে নামলে দুজন পানিতে তলিয়ে যায়।”

ইমন ও রাজের আরও তিন বন্ধুও সমুদ্রের গভীরে চলে গিয়েছিলেন।

তবে তাদের একজনকে অজ্ঞান অবস্থায় আর দুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওয়াসী আজাদ।

সর্বশেষ সংবাদ শিরোনাম