Wed, 20 Feb, 2019
 
logo
 

নিখোঁজ ফুলবানুর সন্ধান চাইছে পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফুলবানু বেগম নামের ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা হারিয়ে গেছে। পরিবার বলছে, নিখোঁজ ফুলবানু স্বজ্ঞাণে সব কিছু বলতে পারে না।

গত ১২ জুন দুপুর অনুমানিক ৩টার সময় নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার তল্লা এলাকার মামুন চৌধুরীর ভাড়াটিয়া বাড়ি থেকে ওই বৃদ্ধা নিখোঁজ হন। নিখোঁজ ওই নারীর স্থায়ী ঠিকানা পটুয়াখালীর জেলার মৌকরণ।

এঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছে হারিয়ে যাওয়া বৃদ্ধা ফুলবানু বেগমের ছেলে কামাল মাঝি। ডায়রীতে ফুলবানু বেগমের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি, ওজন ৩৮ কেজি, চুল সাদা এবং হালকা কালো ও পরণে ছিল নীল রঙের সুতি কাপড়।

কামাল মাঝি জানান, ১২ জুন দুপুরে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বাহির হয়। তার বাসায় ফিরতে দেরি দেখে সম্ভ্যাব্য স্থান ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোজাখুজি করে আমার মায়ের কোন প্রকার সন্ধান পাওয়া যায়নি। এখনো খোজাখুজি অব্যাহত আছে।

তিনি আরো জানান, যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।

যোগাযোগ: ০১৮২৪৪১৩০৯৫, ০১৯৫২৫৩০৪৫৬, ০১৬৮৯৮৫৩৬৬২।

সর্বশেষ সংবাদ শিরোনাম