Thu, 24 Jan, 2019
 
logo
 

ঈদের আগে শেষ কর্মদিবসে ঢিলেঢালা অফিস


লাইভ নারায়ণগঞ্জ: ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবসে ছুটির আমেজে কাটছে সরকারি অফিস। প্রশাসনের কেন্দ্রবিন্দু জেলা প্রশাসকের কার্যালয় ছিল অনেকটা কর্মচাঞ্চল্যহীন। শবে কদরের ছুটির পর ঈদের বন্ধের মধ্যে একদিন অফিস থাকায় অনেকে গত মঙ্গলবারই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ছুটেছেন নাড়ির টানে। কেউ কেউ বৃহস্পতিবার হাজিরা দিয়েই বাড়ি ফিরতে ছুটছেন রেলস্টেশন, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে।

বিভিন্ন শাখা ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। কোনো কর্মচাঞ্চল্য নেই। অনেক কক্ষই খালি পড়ে আছে। কোনো কক্ষে চারজন প্রশাসনিক কর্মকর্তা বসলে সেখানে দেখা গেছে একজন বা দু’জন বসে আছেন। বাকিরা চলে গেছেন।


একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে একটু ছাড় দিতে হয়। ছুটি ছাড়াও অনেকে আজ হাজিরা দিয়ে চলে গেছেন।’

যারা অফিস করছেন তারা অনেকে ব্যস্ত ছিলেন ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়ে। বৃহস্পতিবার সেবা প্রার্থী ছিল অনেক কম। সবগুলো অফিসের সামনের অন্যান্য দিনের মতো মানুষের ভিড় ছিল না। বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ঈদের বখশিস আদায়ে ব্যস্ত থাকতে দেখা গেছে।
শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক্ষেত্রে শুক্র, শনি ও রোববার সরকারি ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে আগামী রোববার। সেক্ষেত্রে একদিন বেড়ে সোমবারও সরকারি ছুটি থাকবে।

শনিবার ঈদ হলে সরকারি চাকুরেদের ঈদের ছুটির দু’দিন সাপ্তাহিক ছুটির মধ্যে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তারা ঈদের ছুটি পাচ্ছেন মাত্র একদিন।

সর্বশেষ সংবাদ শিরোনাম