Thu, 24 Jan, 2019
 
logo
 

ডিবির জালে ডাকাত সদস্য

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকা মহাখালী থেকে আরিফ (২২) নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।

মঙ্গলবার মধ্য রাতে তাকে ঢাকা মহাখালী সাততলা পুকুর পাড় থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য আরিফ পটুয়াখালীর জেলার কলাগাছিয়া এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে ।
ডিবির ইন্সপেক্ট গিয়াস উদ্দিন জানান, বন্দর থানাধীন বালীগাও এলাকার একটি ডাকাতি মামলার জড়িত থাকার অভিযোগে আরিফকে গ্রেফতার করা হয়েছে ।প্রযুক্তি মাধ্যমে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাবাদ চলছে ।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি বন্দর থানাধীন বালিগাও এলাকায় নূরে আলম জৈনক এক ব্যাক্তি বাড়ি ডাকাতি হয় ।এসময় তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকাজন এগিয়ে আসলে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা কলে ২ জনকে গনপিটুনী দিলে ঘটনা স্থলে তারা মারাযায় ।অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় ।

সর্বশেষ সংবাদ শিরোনাম