Thu, 24 Jan, 2019
 
logo
 

রূপগঞ্জ ইউএনও’র হস্তক্ষেপে সরকারী খাল দখলমুক্ত

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় আইডিয়াল গ্রুপের দখলে থাকা সীমানা প্রাচীর উচ্ছেদ করে সরকারী খাল দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্ব সরকারী জমি দখলমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, হাটাব আতলাশপুর এলাকার রূপশী-কাঞ্চন সড়ক হয়ে শীতলক্ষ্যা নদীতে যাওয়ার একটি প্রশস্ত সরকারী খাল রয়েছে। এ খাল দিয়ে ওই এলাকার কৃষি জমিতে পানি সেচ দেয়া হতো। কয়েক বছর আগে আইডিয়াল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান শীতলক্ষ্যা নদীর পাড় কিছু জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমির পাশাপাশি সরকারী বেশ কয়েক বিঘা জমি দখল করে সীমানা প্রাচীর নির্মান করেন। সরকারী খাল ও রাস্তা দখলমুক্ত করতে এলাকাবাসী একাধীকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে। দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম