Thu, 24 Jan, 2019
 
logo
 

স্টেডিয়ামে ট্রাক-কাভার্ডভ্যানের সংর্ঘষে আহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় রি-রোলিং কারখানার ট্রাক ও শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের সংর্ঘষে ২জন গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার (২২মে) রাত সোয়া ১২টার সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে এঘটনা ঘটে। এ সময় সড়কের পাশে থাকা ১টি চায়ের দোকান ও ৩টি রিকশার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


আহতরা হলেন শাহ সিমেন্টের কাভার্ডভ্যানের চালক ও হেলপার।
প্রতক্ষদর্শী স্থানিয় যুবক মো, জাকির হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, শাহ সিমেন্টের ঢাকাগামী কাভার্ডভ্যানটি রি-রোলিং কারখানার স্টেডিয়াম থেকে তক্কারমাঠগামী ট্রাকটিকে পিছনের অংশে ধাক্কাদেয়। এসময় ট্রাকটির চালক গতি বাড়িয়ে দিলে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকান ও ৩টি রিকশার উপর তুলে দেয়। এতে চালক ও হেলপার গুরুত্বর আহত হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম