Thu, 24 Jan, 2019
 
logo
 

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের

লাইভ নারায়ণগঞ্জ: দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হলেন ফতুল্লা মডেল থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের পিপিএম। মঙ্গলবার (১৫ মে) দুপুরে জেলা পুলিশ লাইনসে পুলিশের মাসিক কল্যান সভায় তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়ায় ফতুল্লা মডেল থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদেরের হাতে সম্মাননা ক্রেষ্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম তুলে দেন।

 

এছাড়া গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে পুরস্কৃত হন ফতুল্লা মডেল থানার এসআই আব্দুস শাফিউল আলম ও মো. কামরুল হাসান। ওয়ারেন্ট তামিলসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কৃত হন সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. তাজুল ইসলাম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সকল থানার অফিসার ইন চার্জ গণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম