Thu, 24 Jan, 2019
 
logo
 

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে রায়হান (৩) নামে এক শিশুর মুত্যু হয়েছে। মঙ্গবার দুপুরে উপজেলার চামুরকান্দী এলাকার ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মাছুম মিয়ার ছেলে।

ঘটনার পর পর পরিবারের লোকজন ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আশ্রাফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, রায়হান বাড়িতে অন্য শিশুদের সাথে খেলা করছিল। হঠ্যাৎ করে সে নিখোঁজ হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে একটি ডোবায় লাশ ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিমুটিকে মৃত ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম