Wed, 16 Jan, 2019
 
logo
 

এএসআইসহ পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

লাইভ নারায়ণগঞ্জ: রাইফেল খোয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টহল টিমের একজন এএসআই ও তিনজন কনস্টেবলকে সাময়িক প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

সোমবার (১৪ মে) বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই চারজনকে ফতুল্লা মডেল থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

জানা গেছে, রোববার রাতে এএসআই সুমন কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি টিম ফতুল্লা রেলস্টেশন রোড এলাকার একটি বালুর মাঠে ডিউটিরত অবস্থায় ছিলেন। গভীর রাতে কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি চাইনিজ রাইফেল খোয়া যায়। পরে সোমবার সকাল ১১টায় ফতুল্লার দাপা বালুর মাঠের পাশের একটি ডোবার পাশ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ফতুল্লা মডেল থানার এএসআই সুমন কুমার পাল, তিনজন কনস্টেবল মাসুদ রানা, আরিফ ও সোহেল রানাকে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম