Wed, 16 Jan, 2019
 
logo
 

ইট বোঝাই পিকআপ উল্টে শ্রমিকের মৃত্যু, চলছে সমঝোতার চেষ্টা


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের ইট বোঝাই পিকআপ উল্টে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় (২৮) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মো. মোক্তার মিয়ার ছেলে।

রোববার (২২ এপ্রিল) সকাল ১০ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুুর ইউনিয়নের কেওডালার এম.বি.এস ইট ভাটায় ওই ঘটনা ঘটে।

বন্দর থানা পরিদর্শক (ওসি) ঘটনা সত্যতা শিকার করে লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘সকল ১০ টায় ইট ভাটায় নিহত হৃদয়ের উপর পিক-আপ উল্টে গেলে গাড়ি ও ভাটার ইটের চাপায় তার মৃত্যু হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়ধীন আছে।’


এদিকে ইট ভাটার মালিক পক্ষ ও নিহতের পরিবার প সাথে বিষয়টি সমঝোতার জন্য আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম