Wed, 12 Dec, 2018
 
logo
 

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক প্রায় ঘন্টাব্যাপি অবরোধ করে। এসময় উত্তেজিত এলাকাবাসী দফায়-দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছেন। অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাত্তার চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য নুর জাহান বেগম, জামাল হোসেন, হাফিজ চৌধুরী, স্থানীয় হাসনা বেগম, রেখা বেগম, মোমেন মিয়া, হনু মিয়া, মমতাজ বেগম, নুর জাহান, শিউলি বেগম, শাহনাজ বেগম প্রমুখ।

অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়েছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম