Wed, 12 Dec, 2018
 
logo
 

মরহুম এস.এম বাবুলের কুলখানি অনুষ্ঠিত

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে প্রবীন সাংবাদিক মরহুম এস.এম বাবুলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে মরহুমের আত্মীয় স্বজনরা রোববার সকালে বন্দর লের্জারাস এলাকায় তার নিজবাড়ীতে পবিত্র কোরআন খানি খতম দুপুরে স্থানীয় মসজিদে মিলাদ ও এবং বিকেলে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারতের মাধ্যমে এ দিনটি পালন করা হয়।

 

মিলাদ ও দোয়া পরিচালনা করে বন্দর লেজার্রাস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রাসেল আল কাদরী। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক নেতা খান মাসুদ, সমাজ সেবক ও সাংবাদিক মোঃ শরিফ হাসান চিশতী, ছাত্রলীগ নেতা মাছুম, মরহুমের ভাগ্নিা কামরুল, শাহিন, জুয়েল, জনীসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমের আত্মীয় স্বজনরা।

সর্বশেষ সংবাদ শিরোনাম