Mon, 17 Dec, 2018
 
logo
 

যুবদলের প্রচার সম্পাদকের মা খেলাতুন নেসা আর নেই

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আশাবুদ্দিনের মা খেলাতুন নেসা (৮৫) আর নেই। ইন্নাল্লিলাহী ...... রাজিউন।

শনিবার সকাল ৬টায় বন্দর উপজেলার চরঘারমোড়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৬ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

মরহুমার নামাজের জানাযা শনিবার বাদ জহুর ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। জানাযা অংশ গ্রহন করেন মহানগর যুবদলের আবায়ক ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, বন্দর থানা বিএনপি প্রচার সম্পাদক মোজাম্মেল হক, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী সোহাগ, বন্দর থানা বিএনপি নেতা মোঃ সোহেলসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমার আত্মীয় স্বজনরা।

 

বন্দর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আশাবুদ্দিনের মায়ের মৃত্যুতে বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন ও বন্দর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন গভীর শোক প্রকাশ করেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম