Tue, 11 Dec, 2018
 
logo
 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধীন মদনপুরে সরকারের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মদনপুর টু জয়দেবপুর, মদনপুর টু মোগরাপাড়া এবং মদনপুর টু মদনগঞ্জ সড়কের দুই পাশে প্রায় ৩০ গজ করে তৎসংলগ্ন আশপাশ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমকে জানানো হয়েছে। এর ফলে এই অঞ্চলের অসংখ্য পরিবারের হাজারো মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

 

খাবার হোটেল, কনফেকশনারী, গাড়ির যন্ত্রাংশ, মিষ্টি দোকান, ঔষধের দোকান, হার্ডওয়্যার, তরকারী, মাছ, ফলের দোকান সহ অসংখ্য দোকান ভেঙ্গে ফেলা হয়। বাংলাদেশ রেলওয়ের লিজ দেওয়া জায়গা পুনঃউদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা যানজটমুক্ত রাখতে হাইওয়ের পাশ থেকে দোকানপাট উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্টরা।

এদিকে উক্ত উচ্ছেদ অভিযানের পর আবারও এই অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের বেঁচে থাকার সম্বল হাড়িয়ে পাগলপ্রায় বলে গণমাধ্যমকে জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম