Wed, 12 Dec, 2018
 
logo
 

আড়াইহাজারে শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নব প্রতিষ্ঠিত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৭মার্চ শনিবার দুপুরে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ নতুন ভবনটি উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

 

উদ্বোধন শেষে বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহজালাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এম সাজোয়ার হোসেন,বিশিষ্ট শিক্ষানুরাগী মিয়া মো. আলাউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. সায়মা আফরোজ ইভা।

আরও ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী নিজামুল আহসান, বিদ্যালয় দাতা সদস্য সিরাজুল ইসলাম ভুইয়া,সুন্দর আলী ,লিয়াকত হোসেন,মেহের আলী মোল্লা,দেলোয়ারা বেগম,রুহুল আমিন সুমন,শাহনাজ পারভিন, আল আমিন সোহেল,পারভিন আক্তার, সায়কা হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বুলবুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াহিয়া,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক লুনা আক্তার।

পরে দেশের বিখ্যাত শিল্পিদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম