Mon, 10 Dec, 2018
 
logo
 

ক্রীড়াচর্চার প্রতিও মনোযোগী শামীম ওসমান

ফতুল্লা করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতিও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান। এসময় ক্রীড়াচর্চার প্রতি আরো মনোযোগী হতে স্কুলমাঠ সংস্কারে ২০ লাখ টাকা অনুদানের ঘোষনা করেন।

সোমবার (১২ মার্চ) দুপুরে দেলপাড়া উচ্চ বিদ্যালয় ও হোয়াইট ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় শামীম ওসমান দাবি করেন, মানুষিক ও শারীরিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আমির হোসেন।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. ফজলুল হক, মো. মোতালেব মিয়া, মো. আবু তাহের, বাংলাদেশ কৃষি ব্যাংকের (অবঃ) জিএম মো. মোতাহার হোসেন, দেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম , ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. জামান মিয়া, মহিলা ইউপি সদস্য অনামিকা হক, দেলপাড়া স্কুল ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য মো. নজরুল ইসলাম খান, মো. জামান মিয়া প্রমুখ ।

স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোঃ মশিউর রহমান খান ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুল কবীর ক্রীড়া প্রস্ততি কমিটির সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন । ক্রীড়া প্রতিযোগিতায় দুটি স্কুলের ৫শতাধিক শিক্ষাথী অংশ গ্রহন করেন । এর মধ্যে শতাধিক শিক্ষাথী পুরুষ্কার অর্জন করে ।

সর্বশেষ সংবাদ শিরোনাম