Mon, 10 Dec, 2018
 
logo
 

রূপগঞ্জে বাসচাপায় নিহত ১


রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বাসচাপায় নুরুল আমিন (৫২) নামে এক গার্মেন্টস কর্মচারী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
নিহত নুরুল আমিন রাজধানীর ডেমরা এলাকার মৃত মুসলিম বেপারীর ছেলে। তিনি উপজেলার আউখাব এলাকার একটি টেক্সটাইলের কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক বাস আটক করলেও চালক-হেলপার পলাতক রয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম