Mon, 17 Dec, 2018
 
logo
 

না.গঞ্জের ৫টি আসনে প্রার্থী দিবে সিপিবি


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আওয়ামীলীগ-বিএনপি কোন সরকারই দেশের জন্য মঙ্গলজনক নয়। দেশের জন্য একটি হলো আপদ আরেকটি হলো বিপদ।

শুক্রবার বিকেলে আলী আহম্মদ চুনক নগর মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায়। সংসদ নির্বাচন হবে কিনা জানিনা। তবে আগামী নির্বাচন হবে ত্রিমুখী লড়াই। নারায়ণগঞ্জের ৫ টি আসনে শ্রমিকদের পক্ষে প্রার্থী দেয়া হবে। ত্রিমুখী লড়াইয়ে শ্রমিকদের পক্ষের প্রার্থীরাই জয়ী হবে।
তিনি আরো বলেন, যে দলই ক্ষমতায় যায় সেই দলের লোকেরাই দূর্ণীতি করে। তাদের কোন বিচার হয় না। তাদেরকে দায়মুক্তির মাধ্যমে ক্ষমা করে দেয়া হয়। আমাদেরকে এই দায়মুক্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আর এই জন্য তৃতীয় শক্তিকে দেশের ক্ষমতায় আনতে হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম