Mon, 10 Dec, 2018
 
logo
 

‘হকার উচ্ছেদে নগদ পূর্নবাসনে বাকী চলবে না’


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের হকার উচ্ছেদ প্রসঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি শহর হচ্ছে নিউইয়র্ক।

সেখানে হকার থাকতে পারলে নারায়ণগঞ্জে কেন হকার থাকতে পারবে না। কথায় কথায় ইন্ডিয়ার উদাহারণ টানা হয়, সেই ইন্ডিয়ায় ফুটপাতের ১০ ভাগের ১ ভাগ হকারদের বসার আইন করা হয়েছে।


শুক্রবার বিকেলে আলী আহম্মদ চুনক নগর মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পূর্নবাসনের ব্যবস্থা করে হাকার উচ্ছেদ করতে হবে। হকার উচ্ছেদের ব্যাপারে নগদ কিন্তু পূর্নবাসনের ব্যাপারে বাকী এটা তো হতে পারে না। ভূয়া হকার প্রসঙ্গে কথা বলা হয়, আইডি কার্ড করে হকারদের পূর্নবাসন করেন। তাহলেই তো কোন ভূয়া হকার থাকে না। দেশের বেশিরভাগ মানুষই হচ্ছেন হকারদের ক্রেতা।

সর্বশেষ সংবাদ শিরোনাম